ঢাকাশুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের নতুন কারিকুলামের মাধ্যমে তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে : শিক্ষা মন্ত্রী

প্রতিবেদক
admin
অক্টোবর ২৭, ২০২৩ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকাল লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সরকারি কলেজ, রায়পুর আলিয়া মাদ্রাসার নবনির্মিত ভবন উদ্বোধন ও আর্ট স্কুল পরিদর্শন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষা মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নতুন কারিকুলামের মাধ্যমে তথ্য-প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে।

সে লক্ষ্যে শিক্ষকদের নতুন কারিকুলাম বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাই অন্যতম হাতিয়ার।
তিনি বলেন, বিগত সরকারগুলো দেশের উন্নয়নে তেমন উল্লেখযোগ্য কিছু করেনি। বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ, ২০৩০ সালে মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, রূপকল্প ২০৪১ বাস্তবায়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

শিক্ষার্থীদের হাতে এ বছর প্রায় ৩৫ কোটি বই তুলে দিয়ে বিশ্বে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বাংলাদেশ। দেশে শিক্ষার গুণগত মানকে বিশ্বমানে উন্নীত করতে শিক্ষক-অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের বর্তমানকে উজাড় করে দিতে হবে। ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

পরে উপজেলা আ’লীগের জনসভায়, উপজেলা  ও পৌর ছাত্রলীগে সম্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা  মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি,বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক পিংকু , প্রধান বক্তা লক্ষ্মীপুর -২ আসনে সংসদ সদস্য এড.নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, লক্ষ্মীপুর জেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক ডাঃ এহসানুল কবির জগলুল ,এই সময় আরোও বক্তিতা দেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ’লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশীদ,  সঞ্চালনা করেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠান।

Don`t copy text!