ঢাকাশুক্রবার , ২৭ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী জেলা শ্রমিক লীগের কমিটি নিয়ে চলছে চুলছেরা বিশ্লেষণ

প্রতিবেদক
admin
অক্টোবর ২৭, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সদ্য কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত একটি চিটিতে দেখা যায় পটুয়াখালীর দীর্ঘদিনের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে বাদ দিয়ে সগির হোসেনকে জেলা শ্রমিক লীগের কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সে অনুযায়ী সগির মিয়া তার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে সগির মিয়াকে কমিটি দেয়ার পরে জেলা শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন কুয়াকাটা শ্রমিক লীগের কমিটি প্রদান করেন কিন্তু সেখানে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এর কোন স্বাক্ষর দেখা যায়নি। এ বিষয় জানতে চাইলে জেলা শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে পরে এ বিষয় কথা বলবেন বলে জানায় কিন্তু পরে তার সাথে আর কোনভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে সগির মিয়া দায়ীও পাওয়ার পরে দেশ নেত্রীর আদেশ মোতাবেক কার্যক্রম চালিয়ে আসছেন। তিনি আসা প্রকাশ করেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি সর্বাত্তক চেষ্টা চালিয়ে জাবেন এবং জেলা শ্রমিক লীগকে একটও শক্তিশালি সংহঠনে পরিনত করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন জেলা আওয়ামীলীগ এবং এর সহযোগী সংগঠন তার সাথে রয়েছে ফলে সংগঠনকে এগিয়ে নিতে তার পক্ষে আরো সহজ হবে।অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু এতবড় একটা দায়ীও পালন করতে যাচ্ছি সেখানে পিছুলোকে কিছু বলবেই তাতে আমার কিছু যায় আসেনা। তিনি নতুন বাজার কিচেন মার্কেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ সব কথা বলেন। এ সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন না ধরার কারনে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

Don`t copy text!