ঢাকামঙ্গলবার , ২৪ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে শারদীয় দুর্গাৎসবে মন্দিরে মন্দিরে অনুদান দিলেন মাহফুজুর রহমান মুরাদ

প্রতিবেদক
admin
অক্টোবর ২৪, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

ফরিদপুরের চরভদ্রাসনে এ বছর শারদীয় দুর্গাৎসব উপলক্ষে মজিবর রহমান চৌধুরী নিক্সন এর আস্থাভাজন মাহফুজুর রহমান মুরাদ সভাপতি উপজেলা যুবলীগ মন্দিরে মন্দিরে গিয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি ও অন্যান্য সদস‍্যদের সাথে কুশল বিনিময় করেন এবং নিজ তহবিল থেকে নগদ ৫০০০ হাজার টাকা অনুদান তুলে দেন।ব্যাক্তি গত তহবিল থেকে দর্গাৎসবের ৫ম দিনে মঙ্গলবার সন্ধায় তিনি চরভদ্রাসনে সদর ইউনিয়নের ০৯টি মন্দিরে উপস্থিত হয়ে সংখ্যালঘুদের সাথে কুশলাদি বিনিময় সহ নগদ অর্থ বিতরণ করেছেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সাজাহান মোল‍্যা, কামাল মোল‍্যা , রুবেল মোল‍্যা , মোশাররফ হোসেন, প্রমূখ।
৫০০০ হাজার টাকা অনুদান পেয়ে মাথায় হাত বুলিয়ে আরতি রানী (৬৫) বলে ওঠেন, “অন্তর দিয়া প্রার্থনা করি, ভগবান তোরে আরো অনেক বড় কুরুন। তুই আজীবন আমাগো হইয়্যা থাকবি। আমাগো তুই কহনো ভুলিসনারে বাবা, আমরাও তোরে ভুলুম না। তুইতো আমগো নিদানের কালের সাথী। সুহের দিনে না অইলেও বিপদকালে আমরা তো তোরেই পাইছি। তাই পরান ভইর‌্যা দোয়া করি, মা দুর্গা যেন তোর মঙ্গল বইয়্যা আনে। তুই সারা জীবন আমাগো হইয়্যা থাকিস, আমরাও তোর অইয়্যা থাহুমরে বাবা”।

Don`t copy text!