ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নবীনগর পৌরসভাকে আলোকিত করার লক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে নবীনগর বাজার এলাকার সড়ক বাতি প্রজ্জ্বলনের উদ্বোধন করা হয়েছে।
২৩ অক্টোবর সোমবার সন্ধ্যায় উপজেলার পৌরসভা কার্যলয়ে নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস এ সড়ক বাতি প্রজ্জ্বলন উদ্বোধন করে।এসময় এতে উপস্থিত ছিলেন ৯ টি ওয়াডের কাউন্সিলর, পৌরসভায় কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুশীল ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। জানা যায়,নবীনগর পৌরসভা প্রতিষ্ঠার ২৩ বছর ধরে পৌরবাসী সড়ক বাতির কর পরিশোধ করে আসলেও এ সুবিধা ভোগ থেকে বঞ্চিত ছিলেন তারা। বর্তমান মেয়র নির্বাচিত হওয়ার পরপরই পৌরসভাকে আলোকিত করতে এই উদ্যোগ গ্রহণ করে প্রাথমিক পর্যায়ে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের নারায়নপুর ৭ ওয়াড পর্যন্ত এলজিইডির অর্থায়ণে কোভিড-১৯ প্রকল্পের আওতায় ২৭ লক্ষ টাকা ব্যয়ে ৭০ টি এলইডি লাইট স্থাপন করে। পরবর্তীতে পৌরসভার নিজস্ব অর্থায়ণে দ্বিতীয় পর্যায়ে পৌরসভার নবীনগর বাজার এলাকায় ২৩ লক্ষ টাকা ব্যয়ে ৮০ টি এলইডি লাইট স্থাপন করা হয়।
এবিষয়ে নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস জানান, প্রাথমিক ও দ্বিতীয় পর্যায়ে প্রধান সড়ক ও পৌরশহরের নবীনগর বাজারে এলইডি লাইট স্থাপন করা হয়েছে,সব কয়টি ওয়াডের বাসিন্দারা যেন এই সুবিধা ভোগ করতে পারে ওয়াড পর্যায়ে কাজ চলমান রয়েছে। অচিরেই পুরো পৌরসভার সড়কগুলো এই বাতির আওতায় চলে আসবে।