বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির বিশেষজ্ঞ সদস্য মনোনীত হলেন প্রফেসর ড.এম এ রহীম, তিনি সিঙ্গাপুর আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা,একজন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক এবং সিঙ্গাপুরে বাংলাদেশ বিজনেস চেম্বারের সাবেক সভাপতি।
গত ২১ অক্টোবর শনিবার ধানমন্ডি ৩/এ বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ২০২২–২০২৪ মেয়াদে তিন বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির সদস্যদের নাম বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম আমিনের স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, শিক্ষানুরাগী সমাজসেবক ও রাজনীতিবিদ এম এ রহীম দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে সুনামের সাথে ব্যাবসা পরিচালনা করে আসছেন, এবং পাশাপাশি তিনি বাংলাদেশের সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে আসছেন। তার নিবাস কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার নিমসার গ্রামে, তিনি স্বাধীনতা সংগ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা।স্বাধীনতা পরবর্তী জীবিকার তাগিদে তিনি সিঙ্গাপুরে পাড়িজমান প্রবাস জীবনে দীর্ঘদিন সিঙ্গাপুরে কনস্ট্রাকশন কোম্পানির ব্যবসা করছেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক উপ কমিটির এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। সুযোগ পেলেই তিনি দেশে এসে বাংলাদেশের রাজনীতি এবং সমাজের জন্য নিজেকে নিয়োজিত করেন।