সাভারে সরকারি জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
২৩ অক্টোবর, সোমবার সকালে সাভারের রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নুর।
এলাকাবাসী জানায়, পানপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল কয়েকজন ব্যক্তি। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করে দোকানপাট ভেঙে দিয়ে সরকারি জমি উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কয়েক কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।