ফরিদপুর জেলা শাখা ছাত্রলীগের সংগঠনের নেত্রীবৃন্দরা সনাতন ধর্মাবলম্বীর বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন।
আজ রবিবার সন্ধায় শহরতলীর সকল মন্দিরে
উৎসবটি উপলক্ষে জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান সহ সংগঠনের নেত্রীবিন্দরা সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা সহ তাদের সকল ধরনের বিপদ আপদে ছায়ার মত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
এই সময় ছাত্রীলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান,বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজার সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোন দের শুভেচ্ছা জানান, এ ছাড়া তিনি বলেন,
ধর্মনিরপেক্ষতা ছাড়া গনতন্ত্র হতে পারে না। আমরা আমাদের হিন্দু ভাইদের উৎসব উদযাপনে তাদের নিরপত্তা সহ তাদের এই আনন্দময় উৎসবগুলো যাতে আরো সুন্দরভাবে সম্পন্ন হয় সেক্ষেত্রে তাদের সাহায্য হাত বাড়িয়ে দিয়েছি।তাদের বিপদে যেমন পাশে থাকি ঠিক তেমনই তাদের এই আনন্দঘন মুহূর্তে তাদের ভাই হিসেবে অংশগ্রহন করতেই এসেছি।
আমাদের দেশের মানুষের বড় একটি গুন রয়েছে, যে যেই ধর্মের-ই হোক না কেন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধর্মের অনুষ্ঠানগুলো সুন্দরভাবে সম্পন্ন করে থাকি।
অন্য ধর্মকে সম্মান দেখানো অনেক বড় মানসিকতার পরিচয় দিয়ে থাকি। আমি আশা করি আমরা সকলে সেই মানসিকতাকে ধারণ করেই চলবো, একতাবদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো। ধর্ম কে ইস্যু করে আজকাল অনেকেই একতা নষ্ট কর পায়তারায় করে চলছে একটি গোষ্ঠী যা আমরা কখনোই সফল হতে দিবোনা। যেকোন অসংলগ্ন আচরণের বিরুদ্ধে হিন্দু ভাইদের নিরাপত্তায় আমরা আছি সবসময় তাদের পাশে থাকবো।