আগামী (২০ অক্টোবর) শুক্রবার মহাষষ্ঠী মধ্য দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান এবং বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ২৪ অক্টোবর মঙ্গলবার মহা বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে উৎসবটির সমাপ্তি ঘটবে। শারদীয় দুর্গাপূজা উৎসবকে ঘিরে দেশের অন্যান্য স্থানের ন্যায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়ও চলছে ব্যাপক প্রস্তুতি। এবার সীতাকুণ্ড উপজেলায় মোট ৬৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তৈরী হয়েছে দেবী দুর্গার প্রতিমা। চলছে প্যান্ডেল, আলোকসজ্জা সহ অন্যান্য সৌন্দর্য বর্ধনের কাজ। আগামী ২০অক্টোবর উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এদিকে দুর্গা পূজাকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রস্তুত প্রশাসনও। উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান তীর্থ ভূমি সীতাকুণ্ডে প্রতিবছরই স্বাড়ম্বরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। শত শত বছরের সেই ঐতিহ্য রক্ষা। এবারো এখানে উৎসব মুখর পরিবেশে দুর্গা পূজার প্রস্তুতি চলছে। এবার সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর থেকে সলিমপুর পর্যন্ত মোট ৬৯টি মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সীতাকুণ্ড পৌরসদরে ১১টি, সৈয়দপুর ইউনিয়নে ৮টি, বারৈয়াঢালা ইউনিয়নে ৬টি, মুরাদপুর ইউনিয়নে ৫টি, বাড়বকুণ্ড ইউনিয়নে ৮টি, বাঁশবাড়িয়া ইউনিয়নে ৪টি, কুমিরা ইউনিয়নে ৯টি, সোনাইছড়ি ইউনিয়নে ৬টি, ভাটিয়ারী ইউনিয়নে ১০টি, সলিমপুর ইউনিয়নে ৪টি মন্ডপে দুর্গা পূজা হবে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র দে বলেন, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূজায় নিরাপত্তার জন্যে উপজেলার সকল পূজা মন্ডপে সি সি টিভি ক্যামরা লাগানো হয়েছে।