ঢাকাবৃহস্পতিবার , ১৯ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে নৌকায় ভোট চাইলেন, আসম ফিরোজ,এমপি,

প্রতিবেদক
admin
অক্টোবর ১৯, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ২নং কালিশুরী ইউনিয়নের হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত উর্ধবমুখী সম্প্রসারণ ২য় ও ৩য় তলা একাডেমিক ভবন উদ্ধোধন করেন সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আ.স.ম পিরোজ এমপি। ১৯.১০.২৩ইং তারিখ রোজ বৃহসপতিবার দুপুর ১২টার দিকে হাজী পঞ্চম আলী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আ.স.ম ফিরোজ শেখ হাসিনা সরকারের বিভিন্ন মেঘা প্রকল্পের সাথে দেশের সব এলাকার ভিবিন্ন উন্নয়নমূলক কাজ উপস্থিত সকলকে অবহিত করেন। শেখ হাসিনা সরকারের আমলে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছেন। শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য অনেক কাজ করেছেন।
প্রধান অতিথি আ.স.ম ফিরোজ এমপি তার নিবার্চনী এলাকায় আ.লীগ সরকারের আমলে কি কি উন্নয়নমূলক কাজ করেছেন তার একটি চিত্র তুলে ধরে বলেন,দেশের উন্নয়ন মানে শেখ হাসিনা, উন্নয়ন মানে আ.লীগ সরকার,উন্নয়ন মানে নৌকা। আর এই উন্নয়নের ধারাবহিকতা ধরে রাখতে আবারো শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করতে হবে। সে জন্য সকলকে নৌকা প্রতিকে ভোট দিতে হবে।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইয়াকুব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন,নির্বাহী প্রকৌশলী শিক্ষা প্রকৌশল মোঃ মুসফিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক,উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত আনিছুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,কালিশুরী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন সিকদার,উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক ইব্রাহিম ফারুক,জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ প্রমুখ।

 

Don`t copy text!