ঢাকামঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সুমন দে তায়াকোয়ানডো ফেডারেশন নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রতিবেদক
admin
অক্টোবর ১৭, ২০২৩ ৯:৪৮ অপরাহ্ণ
Link Copied!

যীশু সেন, বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ তায়াকোয়ানডো ফেডারেশনের কার্যকরী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ক্রীড়া সংগঠক সুমন দে। গত রবিবার ঢাকার পুরোনা পল্টনে অবস্থিত জাতীয় ক্রীড়া পরিষদের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তিতে তিনি এই পদে নির্বাচিত হন বলে জানা যায় । তিনি দ্বিতীয় বারের মতো এ পদে তিনি নির্বাচিত হন। সুমন দে তায়াকোয়ানডো ফেডারেশন এর দায়িত্ব ছাড়াও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ এমেচার বক্সিং ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, “চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি রাউজান উপজেলা আওয়ামীলীগের কার্যনিবাহী সদস্য, রাউজান উপজেলা যুবলীগের সহ সভাপতি ও রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি দেশে-বিদেশে তায়াকোয়ানডো সহ খেলাধূলার প্রচার-প্রসারে ভূমিকা রেখে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।

Don`t copy text!