নোয়াখালীর সোনাইমুড়ীতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মহিলা ইউপি সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। উপজেলার চাষিরহাট ইউনিয়ন পরিষদে সোমবার (১৬ অক্টোবর) সকালে এঘটনা ঘটে।
এবিষয়ে ভুক্তভোগী ছাহেলা বেগম(৫১) সোনাইমুড়ী থানায় চাষিরহাট ইউনিয়নের ৩নং পোরকরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কাশিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বাদশার পিতা আবদুল মান্নান ওরফে মোনাফের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে চাষিরহাট ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির পণ্য বিতরণ করতে আসেন ডিলাররা। এসময় অভিযুক্ত আবদুল মান্নান টিসিবির পণ্য বিতরণ নিয়ে গালিগালাজ ও মারধর শুরু করে। হামলার ঘটনায় ভুক্তভোগী শোর-চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী চাষিরহাট ১নং ওয়ার্ডের মেম্বর ময়নামুল হক জানান, সকালে ইউনিয়ন পরিষদে গরিব মানুষদের জন্য টিসিবির পণ্য বিতরণ শুরু হয়। এসময় সেখানে আসেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোনাফ। গত মাসে কেন টিসিবির পণ্য আসেনাই? এমন প্রশ্ন করে এসে টিসিবির ডিলার ও জনপ্রতিনিধিদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ইউপি সদস্য ছাহেলা বেগম তাকে গালিগালাজ করতে নিষেধ করলে হামলা করেন মোনাফ। এসময় বাঁধা দিতে গেলে তিনিও মোনাফের হামলার শিকার হয়। জানা যায় প্রায় বিভিন্ন ধরনের জোর জুলুম এবং জবরদস্তি ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করে আব্দুল মান্নান গতকয়েদিন আগেও চাষিরহাট বাজারে একজন অসুস্থ রোগীর নাম বলে প্রতিটি দোকান থেকে টাকা উঠানো হয় একজন দোকান্দার টাকা কম দেওয়ায় তাকে পিটিয়ে আহত করে আব্দুল মান্নান। এলাকাবাসী তার এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ এবং উপযুক্ত শাস্তি দাবি করেন এলাকাবাসীরা।