কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় যুব সমাজের উদ্যোগে আযান ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার চাকিরপশা ইউনিয়নের মিলের বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আযান ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু নুর মোঃ আখতারুজ্জামান ও চাকিরপশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন প্রমুখ।
এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, কারী হককানি, হাবিবুল্লাহ সিদ্দিকী ও মোঃ সোহাইবুর রহমান।
আযান প্রতিযোগিতায় প্রথম হয়েছে স্থানীয় বসুনিয়া পুকুর পাড় নুরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী হাফেজ মোঃ রামেল মিয়া। এদিকে কিরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে নাজিমখান ছালামিয়া নুরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী মোঃ মোফাখারুল ইসলাম। দুজনকে পুরস্কার হিসেবে নগদ অর্থ, জায়নামাজ, কোরআন শরীফ ও পাঞ্জাবি উপহার দেয়া হয়। প্রতিযোগিতায় সর্বমোট ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও অংশগ্রহণ কারী প্রতিজনকে ১টি করে কোরআন শরীফ ও একটি জায়নামাজ শুভেচ্ছা উপহার হিসেবে দেয়া হয়।
অনুষ্ঠানটির উদ্যোগতা মোঃ সুজা মিয়া বলেন, ব্যক্তি উদ্যোগে আমাদের এলাকায় অনেক মাদরাসা ও এতিম খানা গড়ে উঠেছে। সেখানে অনেক ভালো ভালো ছাত্র রয়েছে। তারা তাদের প্রতিভা প্রকাশ করতে পারে না। কোন অনুষ্ঠানেও কথা বলার সুযোগ পায়না। এ কারণেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। যাতে তারা তাদের প্রতিভা ও সাহস করে সবার সামনে কথা বলতে পারে।