রাউজান উপজেলা উত্তর গুজরা সেনবাড়ি জাগৃতি সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, গীতাপাঠ ও কীর্তন, আরতি প্রতিযোগিতা, জাগরণ পুঁথি পাঠ, প্রতিদিন অন্নপ্রসাদ আস্বাদন, নৃত্যানুষ্ঠান, কবিতা আবৃত্তি, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, গীতি আলেখ্য ‘দশমী এলো রে আজ’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামী ২০ অক্টোবর শুক্রবার হতে ২৪ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের আয়োজনে উত্তর গুজরাস্থ শতবর্ষীয় সেনবাড়ি রাধামাধব স্মৃতি দুর্গা মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ২৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন টিভি ও বেতার শিল্পী সুদূর কুষ্টিয়া থেকে আগত জনপ্রিয় সঙ্গীতশিল্পী ভজন ক্ষ্যাপা। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক যীশু সেন ও সুজিত সেন। উক্ত অনুষ্ঠানে অতিথি থাকবেন, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য বিনম্র আহ্বান করেছেন সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি প্রাক্তন ইউপি সদস্য বাবুল সেন, সাধারণ সম্পাদক ভক্তপ্রবর রাস বিহারী সেন সিকো, অর্থ সম্পাদক প্রকৌশলী সুমন সেন ও সমন্বয়ক পংকজ সেন।