ঢাকারবিবার , ১৫ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে অবহেলিত শিক্ষার্থীদের নিয়ে আযান ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
অক্টোবর ১৫, ২০২৩ ১:৫২ অপরাহ্ণ
Link Copied!

 

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় যুব সমাজের উদ্যোগে আযান ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার চাকিরপশা ইউনিয়নের মিলের বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

আযান ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু নুর মোঃ আখতারুজ্জামান ও চাকিরপশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন প্রমুখ।
এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, কারী হককানি, হাবিবুল্লাহ সিদ্দিকী ও মোঃ সোহাইবুর রহমান।

আযান প্রতিযোগিতায় প্রথম হয়েছে স্থানীয় বসুনিয়া পুকুর পাড় নুরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী হাফেজ মোঃ রামেল মিয়া। এদিকে কিরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে নাজিমখান ছালামিয়া নুরানী ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী মোঃ মোফাখারুল ইসলাম। দুজনকে পুরস্কার হিসেবে নগদ অর্থ, জায়নামাজ, কোরআন শরীফ ও পাঞ্জাবি উপহার দেয়া হয়। প্রতিযোগিতায় সর্বমোট ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এছাড়াও অংশগ্রহণ কারী প্রতিজনকে ১টি করে কোরআন শরীফ ও একটি জায়নামাজ শুভেচ্ছা উপহার হিসেবে দেয়া হয়।

অনুষ্ঠানটির উদ্যোগতা মোঃ সুজা মিয়া বলেন, ব্যক্তি উদ্যোগে আমাদের এলাকায় অনেক মাদরাসা ও এতিম খানা গড়ে উঠেছে। সেখানে অনেক ভালো ভালো ছাত্র রয়েছে। তারা তাদের প্রতিভা প্রকাশ করতে পারে না। কোন অনুষ্ঠানেও কথা বলার সুযোগ পায়না। এ কারণেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। যাতে তারা তাদের প্রতিভা ও সাহস করে সবার সামনে কথা বলতে পারে।

Don`t copy text!