বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

ফরিদপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিবাহ”” চেয়ারম্যানের সহযোগিতা

ফরিদপুর চরভদ্রাশন প্রতিনিধি: / ১৪১ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭:১৪ অপরাহ্ণ

 

ফরিদপুরের চরভদ্রাসনে অষ্টম শ্রেনির এক মাদরাসা শিক্ষার্থী বাল্যবিয়ের শিকার হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলা সদর ইউনিয়নের টিলারচর এলাকার কে,এম,ডাঙ্গী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের সৌদি আরব প্রবাসী মো. মোয়াজ্জেম খান এর অষ্টম শ্রেণি পড়ুয়া ১৬ বছর বয়সী মেয়েকে পার্শ্ববর্তী সদরপুর উপজেলার কাজী ডাঙ্গী গ্রামের এক সৌদি আরব প্রবাসীর সাথে বাল্য বিয়ে দেয়ার প্রস্তুতি চলছে।

মাদরাসা সূত্রে জানা গেছে, ওই মেয়েটি এবছরের ৮ মে উপজেলার ছনের মসজিদ মোড় সংলগ্ন ‘ইকরা ইসলামিয়া মহিলা মাদরাসায় ‘কিতাব খানার জামাতে না্হবেমির শ্রেনিতে ভর্তি হয়।

পরবর্তীতে সে গত ৩১ আগষ্ট ২০২৩ইং মাদরাসায় পড়াশুনা বন্ধ করে বাড়িতে চলে আসে।এদিকে ভর্তি ফরমে জন্মসনদ নাম্বার অনুযায়ী মেয়েটির ১৬ বছর উল্লেখ করা হয়।

বুধবার দুপুরে সরজিমনে কে,এম, ডাঙ্গী গ্রামের টিলারচর এলাকায় মেয়েটির বাড়িতে গিয়ে দেখা যায়, প্রধান রাস্তা থেকে মেয়ের বাড়ি পর্যন্ত দুই পাশে আলোকসজ্জা দিয়ে বিয়ে বাড়ির গেট বানানো হচ্ছে এবং শুক্রবারে বিবাহ সম্পুর্ন হবে বলে জানা যায়।

মেয়েকে বাল্য বিবাহ দেয়ার বিষয়ে জানতে চাইলে মেয়েটির বাবা মো. মোয়াজ্জেম খান বলেন, আমার মেয়ের জন্মনিবন্ধনে ১৮ বছর পূর্ণ হয়েছে। তাই আমরা মেয়েকে বিয়ে দিচ্ছি। আপনি এব্যাপারে চেয়ারম্যানের সাথে কথা বলেন।

এই বিষয়ে ওই ইউনিয়নের ইউপি’ চেয়ারম্যান মো. আজাদ খান কথা হলে তিনি বলেন, মেয়ের বয়স ১৮ হয়েছে। তাছাড়া আপনাদের সমস্যা কি বিয়ে দিলে, কিসের জন্য আমাকে ফোন দিয়েছে, আমাকে ফোন দিবে ইউএন ও থানার ওসি, এই নিয়ে আপনাদের মাথা ব্যাথা কেন,।এক পর্যায়ে প্রথমে পরিচয় দেয়ার পরেও আবার পরিচয় জানতে চেয়ে হুংকার দেন। ১৮ বছর কি ভাবে হলো জানতে চাইলে তিনি বলেন, জন্ম নিবন্ধন করি আমি কি ভাবে ১৮ বছর করা যায় সেটা আমি জানি। আপনারদের কাছ থেকে শিখতে হবে না।

এবিষয়ে ওই মাদরাসার প্রিন্সিপাল মুফতি মইন বলেন, মেয়েটি এবছরের মে মাসে আমাদের মাদরাসায় ‘কিতাব খানার জামাতে নাহবেমির’ শ্রেনিতে ভর্তি হয়। মেয়েটি মাদরাসায় তিন মাস পড়াশুনা করে হটাৎ করে মাদরাসায় আসা বন্ধ করে দেয়। মাদরাসায় ভর্তি ফরমে মেয়েটির জন্মসনদ নাম্বার অনুযায়ী তার বর্তমানে ১৬ বছর চলছে এবং তার মায়ের কথা অনুযায়ী মেয়ের বয়স ১৮ হয়নি।

এই বিষয়ে চরভদ্রাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদি মোর্সেদ বলেন,এই বিষয়ে আমার জানা নেই, তবে আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিবো।

এব্যাপারে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, বাল্যবিয়ের বিষয়টি আমাদের জানা ছিলোনা।
আমরা আপনাদের কাছ থেকে এখন বাল্যবিয়ের বিষয়টি জানলাম। আমরা বাল্যবিয়ে বন্ধে বদ্ধপরিকর। আমরা খবর নিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ করবো।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!