ঢাকাবুধবার , ১১ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৬লাখ টাকা মূল্যের মাছের ক্ষতিসাধন

প্রতিবেদক
admin
অক্টোবর ১১, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের পূর্ব দরিল্লা গ্রামের মৃত হাজী জয়নাল আবেদীনের পুত্র মো. গিয়াস উদ্দিনের মালিকাধীন দুই একর ২০ শতক পুকুরে মঙ্গলবার দিবাগত রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা পুকুরে বিষ ডেলে দিলে বুধবার সকালে শত শত মৃত মাছ পানির উপর ভেসে উঠে। গিয়াস উদ্দিন জানান, মাছের সাথে এত নড় শক্রতা করে পুকুরে বিষ ডেলে দিয়ে আমার প্রায় ৫/৬ লাখ টাকার ক্ষতি করে দিল। এমনিতেই অতি বৃষ্টির কারণে মাছের ক্ষতি হয়েছে। এখন বিষ ডেলে দিয়ে পুকুর মাছশূন্য করে দিল। বুধবার সকালে এলাকার মানুষ পুকুরে মৃত মাছ দেখতে পেয়ে তীব্র ক্ষোভ প্রকার করে নিন্দা জানিয়েছেন। আল্লাহ পাক এর উত্তম বিচার করবে বলে স্থানীয় কৃষকেরা জানান। পুকুরের মালিক মো. গিয়াস উদ্দিন জানান, তিনি অভিযোগ আকারে বিষয়টি নান্দাইল উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন। তিনি এই নিমর্ম ও পাশবিক ঘটনার সাথে জড়িতদের খোঁজে বের করার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Don`t copy text!