ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

নৌকার মনোনয়ন প্রত্যাশী এস এম ইয়াকুব আলীর গণসংযোগ অব্যাহত

প্রতিবেদক
admin
অক্টোবর ৮, ২০২৩ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

“উন্নত রাষ্ট্র গড়তে হলে গণতন্ত্রের মানুষকন্যা জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন” এই শ্লোগানকে সামনে রেখে যশোর-০৫ (মণিরামপুর) আসনে নৌকার পক্ষে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও যশোর জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী। রবিবার (০৮ অক্টোবর) বিকালে থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগ সহ দলীয় নেতা-কর্মীদের নিয়ে মনিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি বেলতলা বাজারে জনসম্মুখে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তৃণমূলের নেতা-কর্মী ও সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক উপস্থিতি, উৎসাহ – উদ্দীপনা ও সমর্থন লাভ করেন এই জয়প্রিয় জননেতা। গণসংযোগকালে এস এম ইয়াকুব আলী বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তৃণমূল জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নিবির্শেষে আবারও নৌকা মার্কায় ভোট আহবান করেন। তিনিই নৌকার মাঝি হিসেবে এ আসনে মনোনয়ন পাবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাসী এস এম ইয়াকুব আলী। গণসংযোগকালে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ফজলুর রহমান, সাংবাদিক তাজাম্মূল হুসাইন, স্থানীয় আওয়ামীলীগ নেতা ইনামুল বিশ্বাস, আতিয়ার রহমান, জুলফিক্কার আলী ভুট্টো, হজিয়ার রহমান, মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুশিদ হাসান ইমন, যুবলীগ নেতা আশিক হোসেন, মনির হোসেন, ছাত্রলীগ নেতা রিপন হোসেন, শাকিল রানা প্রমুখ।

Don`t copy text!