ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দত্ত উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অসিত সরকার সজল

প্রতিবেদক
admin
অক্টোবর ৮, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার প্রাচীনতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দত্ত উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল।

জানা যায়,সম্প্রতি উক্ত প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি কামরুন্নেছা আশরাফ দীনা’র মৃত্যুতে ওই পদটি শূন্য হয়।পরে বিদ্যালয়ের ৪ জন অভিভাবক সদস্য, ৩ জন শিক্ষক প্রতিনিধি ১১ জুন অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজলের নাম সমর্থনে শিক্ষা বোর্ড বরাবর পাঠানো হয়।
গত ৪ অক্টোবর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজলের নাম অনুমোদন করেন।সভাপতির পদটি শূন্য থাকায় বিদ্যালয়ের শিক্ষক -কর্মচারীগণ প্রায় ৪ মাস যাবৎ বেতন -ভাতা পাচ্ছিলেন না।
এছাড়াও অন্যান্য কাজেও বিভিন্ন জটিলতার সৃষ্টি হচ্ছিল। সভাপতি মনোনীত হওয়ায় ওই সমস্ত সমস্যার সমাধান হবে বলে সকলেই আশাবাদী।
এ প্রসঙ্গে দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.বি.এম শাহজাহান কবীর বলেন,”বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদটি শূন্য থাকায় সমস্যা হচ্ছিল। শিক্ষক -কর্মচারীদের বেতন-ভাতাদি পরিশোধ করা যাচ্ছিল না।এখন সমস্যা সমাধান হবে বলে আশা করছি।”
রবিবার (৮ অক্টোবর) সকাল ১০.৩০ মি: দত্ত উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি অসিত কুমার সরকার সজল কে বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ ফুলেল সম্বর্ধনা প্রদান করেন।

Don`t copy text!