বান্দরবানের লামার কৃতি সন্তান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মহিব উল্লাহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (IIUM) থেকে ভাইস চ্যান্সেলর স্কলারশিপ নিয়ে প্রফেসর ডক্টর রত্নাওয়াতি মোহাম্মদ আশরাফের অধীনে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।
২৯ শে সেপ্টেম্বর ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১২২ তম সিনেট গ্রেজুয়েশন মিটিংয়ে পিএইচডি প্রদানের এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি ভাষা পাঠদান এর মাধ্যমে কিভাবে ছাত্র-ছাত্রীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি করা যায় এবং একই সাথে সামাজিক ন্যায়বিচার সংক্রান্ত সচেতনতা সৃষ্টি করা যায় এ সংক্রান্ত পিএইচডি গবেষণা কর্মের জন্য তাকে এই পিএইচডি ডিগ্রী প্রদান করা হয়।
লামার এই কৃতি সন্তান মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের দুইবার সম্মানজনক স্কলারশিপ অর্জন করেন যা লামার জন্য গৌরবের। ২০১২ সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে তিনি ইউনিভার্সিটি অব জর্জিয়া ইউএসএ তে অধ্যাপনা এবং পড়ালেখা করেছেন। আর ২০২৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সম্মানজনক প্রিমিয়াম প্রফেশনাল এক্সচেঞ্জ প্রোগ্রাম ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (IVLP) সফলভাবে শেষ করে দেশে ফিরে আসেন। উল্লেখ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এই প্রোগ্রামের একজন অংশগ্রহণকারী ছিলেন।
ড. মোঃ মুহিব উল্লাহ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা এবং গবেষণার পাশাপাশি বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচারস অ্যাসোসিয়েশন এর জেনারেল সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন। সেই সাথে তিনি আমেরিকার এক্সচেঞ্জ এলামনাইদের সংগঠন গ্লোবাল এইড ফর ডেভলপমেন্ট (GASD) প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট।
এদিকে ড. মুহিব উল্লাহ পিএইচডি ডিগ্রী লাভ করায় লামার সর্বস্তরের মানুষ ও শীর্ষ জনপ্রতিনিধিরা তাকে অভিনন্দন জানিয়েছেন। লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, এই অর্জনের জন্য আমরা লামাবাসী গর্বিত এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করি।
ড. মো: মহিব উল্লাহ লামার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্ম গ্রহন করেন,তার মা মোমেনা বেগম ও মরহুম মো. ছাইদ উল্লাহর তিনি কনিষ্ঠ সন্তান। তিনি বান্দরবান জেলা আইনজীবী সমিতির দু’বার নির্বাচিত সাবেক জেনারেল সেক্রেটারি সিনিয়র অ্যাডভোকেট মোঃ এমদাদ উল্লাহর ছোট ভাই।