বিরালাম পুর জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি, এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দিনাজপুরের বিরামপুরে
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ই অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, উপজেলা পরিষদের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের অংশগ্রহনে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বনাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, দিওড় ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, জোতবাণী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মুকুন্দপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আবুল কালাম, খানপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, বিরামপুর থানার তদন্ত ওসি মমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোতাহার হোসেন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, দিওড় ইউনিয়ন পরিষদের সচিব মাসুদুর রহমান, বিরামপুর পৌরসভার কম্পিউটার অপারেটর মেহেদী হাসান জীবন, বিরামপুর পৌরসভার উদ্যোক্তা শাহেদুর রহমান প্রমুখ ।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম ।