চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিনব পন্থায় তেলের টাংকির ভিতরে ইয়াবা পাচারকালে এক লক্ষ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তিন জন শীর্ষ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। বুধবার (৪অক্টোবর) উপজেলার কুমিরা ইউনিয়নের কাজীপাড়াস্থ ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে সন্দেহজনক একটি ট্রাক’কে তল্লাশী করে। এ সময় গাড়ীর ভিতরে থাকা তিন জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার হাতিশাঘুনা এলাকার মোঃ আজিজুর রহমানের পুত্র মোঃ মহিবুল্লাহ (২৪), চট্টগ্রাম জেলার কর্ণফুলী থানার আজিম পড়া এলাকার মোঃ জামাল হোসেনের পুত্র মোঃ ইয়াসিন (১৯), এবং একই জেলার বাঁশখালী থানার কুকদণ্ড এলাকার বাঁচা মিয়ার পুত্র মোঃ আলম (২১),। এসময় গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তিমূলে তাদের হেফাজতে থাকা ট্রাকের তেলের টাংকির ভিতর থেকে ৫৭০টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট হতে ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকটি জব্দ করে র্যাব। এব্যাপারে র্যাব-৭,চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ উল আলম জানান, টেকনাফ থানার সীমান্তবর্তী এলাকা হতে একটি ট্রাক যোগে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বহন করে চট্টগ্রাম হয়ে ঢাকার দিকে যাচ্ছে এমন খবর পেয়ে আমাদের একটি টিম সীতাকুণ্ডের কুমিরা এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ট্রাকটি গতিরোধ করে তল্লাশী চালিয়ে এক লক্ষ ১৪হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করে। তিনি আরও জানান, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ থানার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা এবং ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন জায়গার মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী এবং খুচরা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৪২ লাখ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তার করা হয়েছে।