নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে ঘর ভাড়া নেওয়ার কয়েক ঘণ্টা পরেই স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে। তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে তার পরিচয় নিশ্চিতের বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান স্থানীয় বাসিন্দা রুমা আক্তার বলেন, ‘বুধবার দুপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে আমার বড় বোন জুলেখা আক্তারের ঘর ভাড়া নেন তারা। দুপুর থেকে তারা ওই কক্ষ পরিস্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পান স্থানীয়রা। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে মিলনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনার পর তার স্ত্রী পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’
জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) গাজিউর রহমান কালবেলাকে বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে যাই এবং তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে নিহতের পরিচয় উদ্ঘাটন করি। এটা একটি পরিকল্পিত হত্যা। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত, সে বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ কাজ শুরু করেছে। এ ছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে