শ্রীনগরে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
শ্রীনগরে পি এফ জির আয়োজনে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।২ অক্টোবর বেলা সাড়ে ১১টায় শ্রীনগর উপজেলা মোড়ে অনুষ্ঠিত হয়।শ্রীনগর উপজেলা পিএফজির কো-অর্ডিনেটর মোঃ জসিম মোল্লা’র পরিচালনায় মানববন্ধনে
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান পিএফজির এম্বাসেডর রেহানা বেগম, সুজন-শ্রীনগর উপজেলার সভাপতি মোঃ আব্দুল লতিফ মিয়া, শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আশরাফ হোসেন মিলন, শ্রীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আছিয়া আক্তার রুমু, যুবমহিলা লীগ নেত্রী মর্জিনা বেগম মুন্নী,মহিলা সংস্থার চেয়ারম্যান ফিরোজা বেগম,শিক্ষক নেতা মুহাম্মদ জাহাঙ্গীর খান, বেলতলী স্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আমীন,শ্রীনগর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ মহসিন রেজা, শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম মোড়ল, শ্রীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম মাষ্টার, পিএফজির এম্বাসেডর দেওয়ান আবুল হাশেম, শহীদুল ইসলাম বাবু, জাকির মাষ্টার, শহীদুল ইসলাম বাবু, কামরুন্নাহার চৌধুরী, সাংবাদিক শেখ আল আমিন, সাংবাদিক ফরহাদ হোসেন জনি, সাংবাদিক তারিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক জনগন।