ঢাকাসোমবার , ২ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী দুমকীতে প্রায় ৫ লাখ টাকাসহ ৩ ভুয়া ডিবি পুলিশ আটক

প্রতিবেদক
admin
অক্টোবর ২, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ডিবি পুলিশের পোষাক পরিহিত ৩ ডাকাতকে ৪ লাখ ৬১ হাজার টাকা, ডিবি পুলিশের ২টি কটি, একটি ওকিটকি ও ঢাকা মেট্রো চ- ১৩-৯০৬৬ নম্বরের একটি মাইক্রো বাসসহ আটক করেছে থানা পুলিশ।

০১.১০.২৩ইং তারিখ রোজ রোববার রাত পৌনে ১২টার দিকে লেবুখালী পায়রা টোলপ্লাজা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক খলিলুর রহমান(৪৫) দশমিনা উপজেলার রামবল্লভ গ্রামের প্রয়াত আবুল হাসেম মৃধার ছেলে, রিপন হাওলাদার (৩৩) পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর এলাকার সোহরাব হাওলাদারের ছেলে ও রুবেল বিশ্বাস(৩০) মির্জাগঞ্জ উপজেলার ঘটকের আন্দুয়া গ্রামের আউয়াল বিশ্বাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, পটুয়াখালী উদ্দেশ্যে আসা একটি সাদা মাইক্রো বাস(ঢাকা মেট্রো চ -১৩-৯০৬৬) পায়রা সেতুর টোল প্লাজায় পৌঁছলে টহল পুলিশ গতিরোধ করলে ডিবি পুলিশ পরিচয় দেন ওই ডাকাতদল।

টহল পুলিশের সন্দেহ হলে তল্লাশি করতেই একটি ব্যাগে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। কথা কাটাকাটির এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা দৌড় দিলে পুলিশও পেছনে পেছনে ধাওয়া করে ৩ জনকে ধরে ফেললেও বাকি ৩ জন পালিয়ে যেতে সক্ষম হন। এতে আলমগীর হোসেন নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।
দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান এই গণমাধ্যমকর্মীকে জানিয়েছেন, আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং একাধিক মামলার আসামি। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

 

Don`t copy text!