চট্টগ্রামে আজ ২৫ বছরে পদার্পণ করল বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই।
গতকাল ০১অক্টোবর ছিলো ‘চ্যানেল আই’ এর শুভ জন্মদিন। সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা ভাষার প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই এর বর্ষপূর্তির অনুষ্ঠান।
নগরীর সিআরবিতে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম- পিপিএম (বার)।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মহোদয়, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি,পুলিশ সুপার, চট্টগ্রাম ।
আরো উপস্থিত ছিলেন সাবেক চসিক মেয়র আ,জ,ম নাছির উদ্দিন ও চসিকের সাবেক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন ও পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং
ফরিদ উদ্দিন চৌধুরী, চট্রগ্রাম ব্যুরো চিফ, চ্যানেল আই, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সাংবাদিকগণ, চট্রগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, নাগরিক ও পেশাজীবী মহলের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।