ঢাকারবিবার , ১ অক্টোবর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সাভারে স্বামী স্ত্রী সহ সন্তানের গলা কাটা লাশ উদ্ধার

প্রতিবেদক
admin
অক্টোবর ১, ২০২৩ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

সাভারের আশুলিয়ার জামগড়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে পোশাক শ্রমিক দম্পতি ও তাদের শিশু ছেলেকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা আনুমানিক ৩ দিন আগে তাদের হত্যা করা হয়েছে।

শনিবার ( ৩০ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে ভবনের ৬ তলা বাড়ির ৪ তলার একটি ফ্ল্যাটে এ হত্যাকান্ডের খবর পাওয়া যায়।

প্রাথমিক ভাবে জানা গেছে, নিহতরা হলেন- মোক্তার হোসেন বাবুল ও তার স্ত্রী শাহিদা বেগম। এই দম্পতির ১২ বছরের ছেলে মেহেদী হাসান জয়। মোক্তার হোসেন ঠাঁকুরগাও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। শাহিদার গ্রামের বাড়ি রাজশাহী জেলায়। এই দম্পতি আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিক।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে বিছানার উপর মা ও ছেলে লাশ দেখতে পেয়েছি। পাশের ঘরে হাত-পা বাধা অবস্থায় মোক্তার হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তবে হত্যার কারন তদন্তের শেষে বলা যাবে। এঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

Don`t copy text!