যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হরিহরনগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. জসীম উদ্দীন ও নাজমীন সুলতানা সার্বিক তথ্যসেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত হরিহরনগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নিয়মিত থাকেন মানুষের তথ্যসেবা নিশ্চিত করার জন্য। হরিহরনগর ইউনিয়নের বহু ভুক্তভোগী লোকজন বিভিন্ন প্রয়োজনে আসেন ডিজিটাল সেন্টারে। সেখান থেকে প্রয়োজন অনুযায়ী এলাকার লোকজন সার্বিক তথ্যসেবা নিয়ে থাকেন।
হরিহরনগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. জসীম উদ্দীন ও নাজমীন সুলতানা বলেন, এখানে জন সাধারণের সেবা হিসেবে প্রতিনিয়ত কম্পিউটার প্রশিক্ষন, কম্পোজ প্রিন্ট, ফটোকপি, ছবি তোলা, ছবি থেকে ছবি তৈরি করা, জন্ম নিবন্ধন, জমির পরচা, ই-মেইলের মাধ্যমে দেশে-বিদেশে পাসপোর্ট, ভিসা, ছবি আদান-প্রদান, ইন্টারনেটের মাধ্যমে বিদেশে থাকা প্রবাসীদের সাথে সরাসরি কথা বলা সহ কম্পিউটারের সকল ধরণের সেবা প্রদান করা হয়। হরিহরনগর ইউনিয়ন পরিষদের সচিব শারমিন সুলতানা জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে জসীম উদ্দীন ও নাজমীন সুলতানা যোগদান করার পর থেকে ইউনিয়নের মানুষ সকল প্রকারের তথ্যসেবা গ্রহণ করছে। ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক বিশ্বাস বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকরের সফল উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশের যশোরের অর্ন্তভূক্ত হরিহরনগর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে নাগরিকদের সকল প্রকারের তথ্যসেবা নিশ্চিত করণের জন্য সরকারী উদ্যোগে মালামাল প্রদানসহ উদ্যোক্তা নিয়োগ দেওয়া হয়েছে। দেশ পরিচালনাকারি সফল আওয়ামীলীগ সরকারের এই উদ্যোগ মানুষের দোড় গোড়ায় তথ্যসেবা পৌছে দিচ্ছে। এজন্য সরকারের প্রতি আমি চিরকৃতজ্ঞ। উদ্যোক্তা জসীম উদ্দীন ও নাজমীন সুলতানা মানুষের নৈতিক অধিকার তথ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।