মৃত্তিকা একাডেমির ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে(২৩ সেপ্টেম্বর) রোজ শুক্রবার মৃত্তিকা পদক- ২০২৩ প্রদান ও সংস্কৃতি অনুষ্ঠান বাংলাদেশ মৃত্তিকা একাডেমির আয়োজনে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলানায়তনে অনুষ্ঠিত হয়। মৃত্তিকা একাডেমির চেয়ারম্যান কবি রানা হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব ও মৃত্তিকা একাডেমীর প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক ও সুপার হিরো ডি এ তায়েব,ইসাখা ছবি, টুনটুনি,বাউল শিল্পী নুপুর সরকার, সান্তনা, সিঁথি চক্রবর্তী, ক্লোজআপ ওয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মনোয়ার শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা রাজশাহীর কৃতি সন্তান- মনোয়ার হোসেন মিন্টু তার বক্তব্যে বলেন-আমি রাজশাহী ছেলে হিসেবে সংস্কৃতিক একাডেমি গুলোকে এগিয়ে নিতে চাই,যারা গান করেন এবং অভিনয়শিল্পী তাদের নিয়ে সামনে ভালো কিছু করার চেষ্টা করছি। সত্যের আলোয় দেশ গড়ি, ঈমানের ছোয়ায় জীবন আকাশে উড়ি-এই প্রতিপাদ্যকে সামনে রেখে, আমার লেখা নাটক গুলো ইতিমধ্যে প্রচার হয়েছে,আরো প্রচার হবে বলে আশাবাদী।।