ঢাকাশনিবার , ৩০ সেপ্টেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব নদী দিবস উপলক্ষে রংপুরের শ্যামা সুন্দরী নদী দখল-দুষণ মুক্ত, সংস্কার এবং তিস্তা-ঘাঘটসহ সকল নদীর অবৈধবাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিশাল মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রংপুর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা রংপুর আঞ্চলিক শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাপা রংপুর আঞ্চলিক শাখার আহবায়ক এ্যাড. শামিমা আখতার শিরিন’র সভাপতিত্বে এবং সদস্য সচিব, সংগঠক ও সমাজকর্মী রশিদুস সুলতান বাবলু’র সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সুজন রংপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম কবি ও লেখক হাই হাফিজ, বাপার যুগ্ম আহবায়ক ও জনতা ব্যাংকের সাবেক ডিজিএম হাসনিন আক্তার এ্যানি। এসময় আরও বক্তব্য রাখেন বাপার যুগ্ম আহবায়ক সারওয়ার জামিল খন্দকার, যুগ্ম সদস্য সচিব অধ্যাপিকা রুম্মানা জামান, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাপার সদস্য হুমায়ুন কবির মানিক, আসাদুজ্জামান আফজাল, সাজ্জাদ হায়দার স্বাধীন, মীর পল্লব, অধ্যাপক দেলোয়ার হোসেন, ডা. রহিমা খাতুন, প্রভাষক আহসান হাবিব রবু, নূর মোহাম্মদ নুরু, এ্যাড. সায়েম, বেরোবি’র গ্রীন ভয়েস’র সভাপতি স্বপন মাহমুদ, কারমাইকেল কলেজ গ্রীন ভয়েস’র সভাপতি সম্রাট আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা, অবিলম্বে শ্যামা সুন্দরী নদী দখল মুক্ত, দুষণ মুক্ত, সংস্কার এবং তিস্তা, ঘাঘটসহ সকল নদীর অবৈধবাবে বালু উত্তোলন বন্ধের দাবি জানান। সেইসাথে বিধি মোতাবেক ইটভাটাকে লাইসেন্স প্রাদানেরও দাবি জানান।

Don`t copy text!