ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে বন্যার্থদের মাঝে সরকারি ত্রান পৌঁছে দিল উপজেলা প্রশাসন

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁর সাপাহারে বন্যার্থদের সরকারি ত্রান সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাতাড়ী ইউনিয়নের বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থ ২০৫ টি পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এর পরামর্শক্রমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ কেজি করে সরকারি ত্রান সহায়তা বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে উক্ত ত্রান সহায়তা বিতরণ করেন।

এসময় পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সংশ্লিষ্ট ইউপি সদস্যগন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার হঠাৎ করেই ভারতীয় উজান থেকে নেমে আসা ঢলে পাতাড়ী ইউনিয়নের বলদিয়াঘাটসহ কিছু এলাকা প্লাবিত হয়েছে। এতে করে ওই এলাকার প্রায় দুই শতাধিক পরিবার পানি বন্দি হয়ে পড়েন। ওই দিন প্লাবিত এলাকা পরিদর্শন করেন নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। এসময় প্লাবিত এলাকায় পানি যাতে না বাড়ে তাঁর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে স্থানীয় ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেন তিনি। আজ ওইসব এলাকায় ত্রান সহায়তা দেওয়া হয়।

Don`t copy text!