ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে ৫শত ইয়াবা নিয়ে এক ব্যক্তি আটক

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

 

চাঁদপুরের শাহরাস্তিতে ৫শ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার পৌর শহরের পূর্ব উপলতা গোপাল ঠাকুরের পুকুর পাড় সংলগ্ন মেহার ডিগ্রি কলেজ হতে বটতলা গামী পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার পূর্ব মূহুর্তে শাহরাস্তি মডেল থানার এসআই জনি কান্তি দে সঙ্গীয় চৌকস দল নিয়ে ঘটনাস্থলে অবস্থান করেন। ঘটনায় ৫শত পিচ ইয়াবাসহ চট্টগ্রাম জেলার ভুজপুর থানার হেয়াকো মজুমদার বাড়ির আবদুর রহিমের পুত্র মোঃ সালাউদ্দিন খন্দকার মিন্টু (৩১)কে আটক করা হয়। এ ঘটনায় ধৃত সালাউদ্দিনের বিরুদ্ধে শাহরাস্তি থানায় একটি মামলা রুজু করা হয়েছে। যার নং ১৫/২৩।

এবিষয়ে থানা সূত্রে জানা যায়, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) ধারায় উক্ত মামলাটি দায়ের করা হয়েছে।

এসআই জনি কান্তি দে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিন্টু নামক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি কালে তার পরনে থাকা জিন্সের প্যান্টের চেইনের ভিতরে কালো রংয়ের পলিথিনে মোড়ানো তিনি প্যাকেট ইয়াবা উদ্ধার করি। এতে ৫ শত ইয়াবা পাওয়া যায়। যার মূল্য অন্তত দেড় লক্ষাধিক টাকা হতে পারে বলে তিনি জানান।

Don`t copy text!