সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নব-নিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে তিনি শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
পরে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।