অভিযোগ পাল্টা অভিযোগে প্রতিপক্ষকে ফাঁসাতে রাতের আঁধারে নিজের লাগানো চারা আমগাছের ডাল কর্তনের অভিযোগ বিধান বিশ্বাসের বিরুদ্ধে।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কপিলমুনি বিনোদ চত্বরে ব্যবসায়ী বিপ্লব সাধুর পক্ষে কপিলমুনি বিনোদগঞ্জ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সংবাদ সন্মেলনের মাধ্যমে বিধান বিশ্বাসের বিরুদ্ধে এমন অভিযোগ উপস্থাপন করেন।পাইকগাছা ও কপিলমুনির কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে সমিতির সভাপতি নির্মল মজুমদারের অনুমতিক্রমে আয়োজিত সাংবাদ সন্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন অত্র সমিতির কোষাধক্ষ্য তাপস কুমার সাধু।বক্তব্যে পাঠকালে তিনি বলেন,দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বাণিজ্য নগরী কপিলমুনি বাজারের সুনামধন্য ব্যবসায়ী নির্মাণ বিপনীর স্বাত্তাধিকারী বিপ্লব সাধুর বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে একই মৌজার একই আইল সীমানায় অর্ন্তভুক্ত বিধান বিশ্বাস বাদী হয়ে পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ল আইনের দন্ডবিধি, ১৪৩/৪৪৭/৩২৩/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬ (২) ধারা মোতাবেক একটি হয়রানী মূলক মামলা করেছে।যার মামলা নং-১৩০০/২৩, তারিখ-১৮/৯/২৩। মামলাটি আদালত প্রাথমিক ভাবে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।মামলাটিতে বর্ণিত আরজির সাথে ১২ সেপ্টেম্বর ঘটে যাওয়া ঘটনার কোন মিল নাই। প্রকৃতপক্ষে বিপ্লব সাধুকে ঘায়েল করতে তার সুনাম নষ্ট করতে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে মামলাটি করা হয়েছে। আমরা ব্যবসায়ী সমাজ এ ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাই। আপনারা কলম সৈনিক আপনাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে আসল ঘটনাটি উন্মোচন হোক।এমনটি আশা ও প্রত্যশা আমাদের সকলের। উক্ত সাংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কপিলমুনি বাজারের বিশিষ্ট বাগদা পোনা ব্যবসায়ী আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি পুলিশিং কমিটির সভাপতি ও চাউল ব্যবসায়ী সাধন কুমার ভদ্র, ব্যবসায়ী নির্মল কুমার মজুমদার, ব্যবসায়ী জি এম হেদায়েত আলী টুকু, বাগদা পোনা ব্যবসায়ী শেখ আনারুল ইসলাম,কপিলমুনি বণিক সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক রাজু, কপিলমুনি ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিধান চন্দ্র ভদ্র, ব্যবসায়ী আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম,কপিলমুনি বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী জগদীশ দে,অজিয়ার রহমান, সার ও কীটনাশক ব্যবসায়ী রাম প্রসাদ পাল, অলোক মজুমদার, তাপস সাধু, পবিত্র সাধু, কৃষেন্দু দত্ত, বিশ্বজিত সাধু ও সুজিত সাধু প্রমুখ ।উল্লেখ্য কপিলমুনি ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দ সোমবার বিরোধপূর্ণ স্থান সরোজমিনে পরিদর্শন করেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার সহ সুধিমহল।