ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে ৩ লক্ষ টাকা মূল্যের ২০কেজি গাঁজাসহ গ্রেফতার দুই

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ২৫, ২০২৩ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিশেষ অভিযানে ভাটিয়ারী এলাকা হতে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গত রবিবার ২৪ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে উপজেলার ভাটিয়ারী এলাকায় পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করে সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামায়। এসময় প্রাইভেটকারের ভিতরে থাকা দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার অলিপুর গ্রামের মৃত মনতাজ মিয়ার পুত্র মোঃ সোহাগ মিয়া (৩০), এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার নজু মিয়ার হাট এলাকার মোঃ ইলিয়াসের পুত্র মোঃ বখতিয়ার মানিক (২৫)। পরবর্তীতে প্রাইভেটকার তল্লাশী চালিয়ে প্রাইভেটকারের ব্যাক ঢালার ভিতর হতে একটি প্লাস্টিকের বস্তা হতে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করেন। এব্যাপারে র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার জানান, ভাটিয়ারী এলাকা হতে ২০কেজি গাঁজা সহ দুই জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তারা পরস্পর যোগসাজসে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারী এবং খুচরা বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তার করা হয়েছে।

Don`t copy text!