রাজনীতিতে নেমে রাজনীতির প্রভাবে ব্যবসা করার কোন উদ্দেশ্য আমার নেই, লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান
চট্টগ্রামের সীতাকুণ্ডে জামাল কাজী জামে মসজিদের মুসল্লিদের সাথে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরানের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২সেপ্টেম্বর উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলা বাজারস্থ জামাল কাজী জামে মসজিদে মাগরিবের নামাজের পর উপস্থিত মুসল্লীদের সামনে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান। আলহাজ্ব লায়ন মোহাম্মদ ইমরান বলেন, দীর্ঘ ৩৫ বছরেও বেশি সময় আমি ব্যয় করেছি ব্যবসা-বাণিজ্যে এবং পরিবারকে সময় দিতে। আমি কিছু বছর ধরে ব্যবসা-বাণিজ্য আমার সন্তান সন্তুতির হাতে তুলে দিয়েছি। সুতরাং, রাজনীতিতে নেমে রাজনীতির প্রভাবে ব্যবসা করার কোন উদ্দেশ্য আমার নেই। এখন আমার লক্ষ্য একটাই- মৃত্যুর পর আমি যেন আমার সাথে কিছু নেক আমল নিয়ে যেতে পারি। প্রতিটি মানুষের দায়িত্ব ভালো কাজ করা যেটাতে আল্লাহ্ সন্তুষ্ট থাকেন, সেটাই হলো ইবাদত। এবং, পৃথিবীতে আল্লাহ্ আমাদেরকে পাঠিয়েছেন শুধু তাঁরই ইবাদত করবার জন্য। আল্লাহর ঘর মসজিদে দাঁড়িয়ে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমি যদি দায়িত্বটা পাই তাহলে আমার দ্বারা দল মত নির্বিশেষে কেউ কখনো অত্যাচারিত বা জুলুমের শিকার হবেন না এবং যাঁরা এতোদিন ন্যায়বিচার পাননি তাঁরা ন্যায়বিচার পাবেন। মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ইব্রাহীম সাহেবের পরিচালনায় সংক্ষিপ্ত পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বাহাদুর খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজাম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ জাফর, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ বাবুল খান, আবু সিদ্দিক, মোহাম্মদ জহির সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।