ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক কো-অর্ডিনেটর (বরখাস্তকৃত) রহুল কুদ্দুস পাশার বিরুদ্ধে ব্যাংকের ঋণ ও আমানতের টাকা আত্মসাৎ এর অভিযোগে ফরিদপুরের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ নং আমলি আদালতে মামলা দায়ের করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, আসামি মো: রুহুল কুদ্দুস পাশা, পিং মৃত – মো: আলী শেখ, কমলাপুর, ফরিদপুর ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি: এ কো-অর্ডিনেটর পদে (বরখাস্তকৃত) দায়িত্ব পালন কালে ব্যাংকের ঋন ও আমানত এর টাকা আত্মসাৎ করেন। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে ৭ লক্ষ ৬৬ হাজার টাকা আদায় এর জন্য তাঁর বিরুদ্ধে গত ২১/৯/২৩ ইং তারিখে ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লি : বাদী হয়ে এই মামলা করেন। যাহার মামলা নম্বর – সিআর ১২৩২/২০২৩। আদালত আসামির প্রতি সমন জারি করেছেন বলে জানা গেছে।
এ ছাড়া, ব্যাংকের কর্মকর্তাদের হুমকি,অসদআচরন, অর্থ আত্মসাৎ, অপপ্রচার ও দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে ফরিদপুর সেন্ট্রাল কো: ব্যাংক কর্তৃপক্ষ গত ২৫/০৪/২০২২ ইং তারিখে ফরিদপুর কোতয়ালী থানায় একটি জিডি করেন। যাহার নম্বর- ১৪৪১। এ ছাড়া জালিয়াতি ও প্রতারণার সাথে যুক্ত থাকার অভিযোগে ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে ইতিপূর্বে একই আদালতে প্রতারণা মামলা দায়ের করেন। এই মামলায় আদালতে চার্জ গঠন পূর্বক বিচারাধীন রয়েছে।
উক্ত মামলায় অভিযুক্ত রুহুল কুদ্দুস এর মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তাঁর মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে ।