শনিবার (২৩ শে সেপ্টেম্বর ২০২৩) মোস্তাঈন মোশন সামাজিক সংগঠনের উদ্যোগে পাঁচগাছী জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ১২ই রবিউল আউয়াল তথা ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে এলাকাবাসী সকল মুর্দাগনের রুহের মাগফিরাত কামনায় ৭ম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল।
সর্বস্তরের শত শত ধর্মপ্রাণ মুসল্লীর উপস্থিতিতে অনুষ্ঠিত এ মাহফিল আছরের নামাযের পর পবিত্র কুরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে মাগরিব পর্যন্ত চলতে থাকে ইসলামী সংগীতের পর্ব। বাদ মাগরিব খতমে কুরআন, খতমে বুখারী, খতমে খাজেগান সহ বিশেষ বিশেষ দোয়া সমূহ। বাদ ঈশা মাহফিলের মূল পর্ব শুরুর মাধ্যমে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে অতিবাহিত হয় মধ্য রাত পর্যন্ত সময়। এ সময় বক্তাগণ রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে বিভিন্ন দিক নিয়ে শিক্ষামূলক আলোচনা পেশ করেন।
আলহাজ্ব মোঃ রশিদুল ইসলামের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও , কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার মোফাচ্ছির, হাফেজ হযরত মাওলানা মোঃ শফিকুল ইসলাম সাইফী।
দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা পেশ করেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছির, নারায়নগঞ্জের বায়তুল জাকির শাহী জামে মসজিদের খতিব, পীরজাদা হযরত মাওলানা মুফতি মোঃ মাকনুন আলী তালুকদার।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা এইচ.এম কাওছার মাহমুদ সিদ্দিকী, খতিব, বাবুখাঁ জামে মসজিদ, রংপুর মহানগর। হযরত মাওলানা মোঃ তারিক হাসান মোজাহিদ, কামিল তাফসির বিভাগ, সাতগাড়া রংপুর। এছাড়াও আরো স্থানীয় উলামায়ে কেরামগন আলোচনা পেশ করেন।
ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জনাব আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজারহাট উপজেলা শাখা।
বিশেষ অতিথি বৃন্দ, জনাব মোঃ আব্দুল কুদ্দুছ প্রামানিক, চেয়ারম্যান, ১নং ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ জনাব মোঃ আব্দুস ছালাম, চেয়ারম্যান, মারিশার ইউনিয়ন পরিষদ। জনাব মোঃ এনামুল হক, সদস্য জেলা পরিষদ, কুড়িগ্রাম। জনাব মোঃ আব্দুর রশিদ সরকার টোটন, চেয়ারম্যান, ৩৮ নং গোকুন্ডা ইউনিয়ন পরিষদ। জনাব ডাঃ মোঃ খায়রুল ইসলাম, প্যারামেডিকেল- ড্রাগিস্ট এন্ড ফার্মাসিস্ট, মোস্তফি বাজার। জনাব মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক, সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদ, কুড়িগ্রাম।
সবশেষে মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য পেশ করেন মাওলানা কারী আহমদ তালুকদার এবং মোঃ আব্দুর রহিম খান।