পূজা উদযাপন পরিষদ মণিরামপুর উপজেলাধীন ঝাঁপা, মশ্বিমনগর ও চালুয়াহাটি ইউনিয়নের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২২ সেপ্টম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজগঞ্জ মোবারকপুর মহাশ্মশান মন্দির অঙ্গনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী তুলসী দাস বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী তরুণ কুমার শীল, সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পূজা উদযাপন কমিটির সদস্য শ্রী সুনিল কুমার ঘোষ, মণিরামপুর পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি উপাধ্যক্ষ সমীর কান্তি হালদার, সাধারণ সম্পাদক শ্রী পলাশ কুমার ঘোষ প্রমুখ। মণিরামপুর পূজা উদযাপন কমিটির সহসভাপতি শ্রী সনৎ কুমার দত্তর সভাপতিত্বে ও অত্র কাউন্সিল অধিবেশনের আহবায়ক ও উপজেলা পূজা উদযাপন কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শ্রী নিতাই চন্দ্র পালের সঞ্চলনায় এ অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে এক আলোচনার মাধ্যমে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ৯নং ঝাঁপা, ১০ নং মশ্বিমনগর ও ১১ নং চালুয়াহাটি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়। যথাক্রমে- ঝাঁপা ইউনিয়নের সভাপতি পদে গোকুল কুমার রায়, সাধারণ সম্পাদক পংকজ সরকার, সাংগঠনিক সম্পাদক দেব কুমার দাস, কোষাধ্যক্ষ অসিত কুমার পাল। মশ্বিমনগর ইউনিয়নের সভাপতি পদে সনদ কুমার দত্ত, সাধারণ সম্পাদক বিষ্ণপদ দত্ত ও চালুয়াহাটি ইউনিয়নের সভাপতি পদে নিতাই চন্দ্র পাল, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার সিংহ, কোষাধক্ষ্য সাংবাদিক নিরঞ্জন চক্রবর্তী মনোনিত হয়েছেন। প্রত্যেক ইউনিয়নে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।