জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া প্রথম রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ।হাটি হাটি পা পা করে জাতির পিতার সন্তানতুল্য এই সংগঠনটি আজ দক্ষিণ এশিয়ায় সর্বাপেক্ষা কর্মতৎপরতম ও বৃহত্তম ছাত্রসংগঠন।
তারই ধারাবাহিকতা ধরে ফরিদপুর জেলা শাখা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান,সাধারণ সম্পাদক মোঃ ফাহিম আহমেদের নেত্রীতে ফরিদপুর জেলা ছাত্রলীগ তাদের দক্ষতার পরিচয় দিয়ে বিভিন্ন মহলে শুনাম অর্জন করে চলছেন। এই ফরিদপুরে
জন সাধারনের সেবা, প্রতিকূল পরিবেশে হাল ধরা, দুর্যোগ-দুর্দিনে গণমানুষের সহায়তা দানের জন্য সর্বদা কাজ করে চলেছে।
ফরিদপুরে যখন ডেঙ্গু আক্রান্ত হয়ে দিনের পর দিন মানুষ অসুস্থ হয়ে পড়েছে কেউ বা প্রাণ হারিয়েছে, এই মানুষের মাঝে জেলা ছাত্রলীগ সচেতন বার্তা সহ বিভিন্ন কর্মসূচি পালন করে চলছেন।
শুধু তাই নয় ফরিদপুর জেলা শাখা ছাত্রলীগ সংগঠনটি দুর্যোগ, সে প্রাকৃতিক হোক আর মানবসৃষ্ট, সামাজিক হোক আর রাজনৈতিক- সর্বাবস্থায় সবার আগে।।বন্যা থেকে শুরু করে দেশের ছোট বড় ও মাঝারি আকারের প্রতিটি দুর্যোগে জনগণের দুঃসময়ে এগিয়ে এসেছে ছাত্রলীগের বীর সৈনিকেরা।জরুরি মুহূর্তে রক্ত সংগ্রহ আহত রোগীদের জন্য জরুরি রক্তের যোগান দিয়েছে ছাত্রলীগকর্মীরা।
কাস্তে হাতে কৃষকের পাশে দাঁড়িয়েছে মাঠে ধান কেটে মাথায় বহন করে কৃষকের বাড়ি পৌঁছেছে।দীর্ঘস্থায়ী দুর্যোগ ঝুঁকিহ্রাসকল্পে ও পরিবেশ রক্ষার অংশ হিসেবে ছাত্রলীগ ‘বৃক্ষরোপণ’ করেছেন।
বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার ‘ভিশন-২১’ মাইল ফলক হিসেবে কাজ করে যাচ্ছে। আর বিদ্যানন্দিনী দেশরত্ম শেখ হাসিনার ‘ভিশন-২১’ ও ভিশন-৪১ বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে ছাত্রলীগ। দুর্যোগ মোকাবেলায় ছাত্রলীগের প্রচেষ্টা এই বৃহত্তর কর্মকাণ্ডেরই অংশ।