গাজীপুর সিটি কর্পোরেশনের ৪০ নং ওয়ার্ডের ইছালী এলাকায় কৃষি জলাশয় ভরাট বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে স্থানীয় আবির নামে একজনকে ১ মাসের কারাদন্ড ও বালি ভরাট কাজে ব্যবহৃত ৩টি গাড়ী জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।স্হানীয় সূত্রে যায়,গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের ইছালী এলাকায় সোমবার দিবাগত রাতের আঁধারে অবৈধ ভাবে বেলাই বিল ও কৃষি জলাশয়ের জমি ভরাট করেন স্হানীয় আবির হোসেন ও জাহাঙ্গীর আলম ওরফে জিকু বাহিনী। পরদিন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) আবারও জিকু বাহিনী অবৈধ ভাবে বালি ভরাট করতে চাইলে গাজীপুর সিটি কর্পোরেশন এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহিরুল ইসলাম (কাশিমপুর ও কোনাবাড়ি জোন ২) ও মাহমুদা শাহরিন মাধবী, নির্বাহী ম্যাজিস্ট্রেট (পূবাইল ও গাছা জোন) এর নির্দেশে ঘটনাস্থলে এসে যৌথ অভিযান পরিচালনা করে পূবাইল ইছালী এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে আবির হোসেন কে ১ মাসের কারাদন্ড ও ৩ টি গাড়ি জব্দ করেন। জব্দকৃত গাড়ীর সামনে গাজীপুর সিটি কর্পোরেশন এর লগো লাগানো ছিল।উল্লেখ্য গত ২৮ জুলাই এই কৃষি জলাশয় ভরাটকে কেন্দ্র করে স্থানীয় ইমন শেখ, সাগর ও কাইয়ূম জাহাঙ্গীর আলম ওরফে জিকু ও আবির এর নির্দেশে স্থানীয় আজিমদ্দিন ভূট্টোর শরীরে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।যা নিয়ে উভয় পক্ষের মধ্যে থানায় অভিযোগ ও মামলা বিরাজ মান।বালি ভরাট বন্ধে স্হানীয়ভাবে মানববন্ধন ও গাজীপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়া আছে।