শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

কুলিয়ারচরে আ. লীগ নেতা আজিজ উল্ল্যাহ কর্তৃক এক সাংবাদিক লাঞ্ছিত

মোঃ আলী সোহেল, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : / ১৭৯ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ২৭ আগস্ট, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ

স্থানীয় এমপি’র সাথে ফেসবুক পোস্টে ছবি না থাকায়
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দৈনিক জাগো প্রতিদিন ও দৈনিক গ্রামীণ দর্পন পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি এবং আমরা সত্যের পথে ফেসবুক পেইজের এডমিন সাংবাদিক মো. সবুজ মিয়াকে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি দিয়ে আওয়ামী লীগ অফিস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ’র বিরুদ্ধে।

শনিবার (২৬ আগস্ট) সকাল ১০ টার দিকে ফরিদপুর মাজার শরীফ সংলগ্ন আওয়ামী লীগ অফিসে ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন ভূঁইয়া ও সদস্য সচিবসহ কমিটির ১১ জন সদস্য ও ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ পার্শ্ববর্তী ভৈরব উপজেলা আওয়ামী লীগ নেতার সামনে প্রকাশ্যে এ ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। এসময় এস.এম আজিজ উল্ল্যাহ এমপি আলহাজ্ব নাজমুল হাসান পাপন ও ওয়ার্ড সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন ভূঁইয়াকে সাংবাদিক সবুজের বাবা আখ্যায়িত করে সাংবাদিক সবুজের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে বলেন, তর দুই বাপের ছবি উঠাইসস। আমার ছবি কই? এই বলে সাংবাদিক সবুজের মোবাইল ফোন ভেঙ্গে ফেলার চেষ্টা করে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট শুক্রবার কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ওয়ার্ড সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটির সকল সদস্যদেরকে তাহার নিজ বাসভবন ঢাকায় ডেকে নিয়ে ফরিদপুর ইউনিয়ন সম্মেলন প্রস্তুতি সংক্রান্তে আলোচনা করেন। আলোচনা সভায় সাংবাদিক সবুজ মিয়া উপস্থিত থেকে তার পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে তার ব্যক্তিগত মোবাইল ফোনে উক্ত আলোচনা সভার ছবি তুলে তার ব্যক্তিগত ফেইসবুকে পোস্ট করেন। পোস্টকৃত একটি ছবিতে সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনের সাথে ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ’র ছবি না থাকায় তিনি ক্ষিপ্ত হয়। পরদিন গত ২৬ আগস্ট শনিবার সকাল ১০টার দিকে সাংবাদিক মো. সবুজ মিয়া তার পেশাগত দ্বায়িত্ব পালনে ফরিদপুর মাজার শরীফ সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে গেলে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা চলাকালীন সময় সাংবাদিক সবুজ মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে লাঞ্ছিত করে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আওয়ামী লীগ অফিস থেকে বের করে দেয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ। এঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

চেয়ারম্যান এস.এম আজিজ উল্ল্যাহ’র বিরুদ্ধে এর আগেও ইউপি সচিব ও এক আওয়ামী লীগ নেতাসহ আরও একাধিক ব্যক্তিকে ইউনিয়ন পরিষদে তার কার্যালয়ে মারধোর ও লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।

সাংবাদিক সবুজ মিয়াকে এস.এম আজিজ উল্ল্যাহ কার জোড়ে অপমান- অপদস্ত করলো? তার খুটির জোর কোথায়? কুলিয়ারচর তথা ভৈরব ও কটিয়াদি উপজেলার সাংবাদিক সমাজ এই কাণ্ডজ্ঞানহীন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৮ আগস্ট সোমবার বিকাল ৪ঘটিকায় ফরিদপুর ইউনিয়নের আনন্দ বাজারে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন উপজেলার সাংবাদিক সমাজ ও ফরিদপুর ইউনিয়নবাসী।
এব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ভিডিওটি আমি দেখেছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা বলেন, ওই ঘটনার ভিডিওটি দেখেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!