আজ ১৮ আগষ্ট ২০২৩ ইং রোজ শুক্রবার তরুণ সনাতনী সংঘ টি এস এস মৌলভীবাজার জেলা শাখার প্রদীপ জ্বালানো জমকালো আয়োজনের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে টি এস এস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক পবলু দত্ত জয় এর সঞ্চালনায় ও সভাপতি গৌরাপদ রায় রাজু এর সভাপত্বিতে টি এস এস গুরুকুল গীতা ইস্কুলের ছাত্র ছাত্রী দের গীতা পাঠের মাধ্যমে সম্মেলন অনুষ্ঠানীত হয়।
এসময় মৌলভীবাজার জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য
সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখা ও সাবেক কমিশনার।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন,আহবায়ক সম্মিলিত পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার।
প্রধান আলোচক: শ্রী তপন মিত্র,সম্মেলিত পূজা উদযাপন পরিষদ সিলেট বিভাগীয় কমিটি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রনধীর রায় কানু, টি এস এস মৌলভীবাজার সদর উপজেলা শাখা কার্যকারী উপদেষ্টা,
এ্যাডভোকেট,পার্থসারথী পাল,কাউন্সিলর ১নং ওয়ার্ড,মৌলভীবাজার পৌরসভা,
শ্রী চন্দ্র রায়,সাধারণ সম্পাদক,লোকনাথ সেবাশ্রাম,মৌলভীবাজার।
শ্রী শম্ভু সরকার রবিন, সাবেক টি এস এস কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক।
সদস্য সচিব রোটারিয়ান ডাঃরনজিত কুমার রায়, মহানগর শাখার সদস্য সচিব এডভোকেট শংকর দেব,সম্মিলিত পূজা উদযাপন পরিষদের অন্যতম নেতা অরুন দেবনাথ সাগর, মহাজোট সিলেট মহা নগর সভাপতি রজত চক্রবর্তী, এডভোকেট বিভাবসু গোস্বামী, অর্জুন রায় অজয়,এডভোকেট কাজল দাস সহ টি এস এস মৌলভীবাজার সদর উপজেলা শাখা,পৌর শাখা ও সকল ইউনিয়ন শাখা,ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে মাধ্যমে মৌলভীবাজার জেলা শাখার দ্বী বার্ষীক সম্মানে শ্রী সভাপতি:সন্তোষ দাশ
সাধারণ সম্পাদক: স্বরূপানন্দ রায় স্বরূপ,
সাংগঠনিক সম্পাদক, দেবজিৎ কপালী শ্রীবাস
তরুণ সনাতনী সংঘ টি এস এস মৌলভীবাজার জেলা
শাখায় নির্বাচিত করা হয় ও গঠনতন্ত্র অনুযায়ী আগামীতে পূর্নাঙ্গ কমিটি করে শপথ নেয়ার আহবান করেন।
মানব সেবাই মূল লক্ষ এই স্লোগান কে সামনে রেখে তরুণ সনাতনী সংঘ টি এস এস ২০১১সালে যাত্রা শুরু পর থেকে অসহায়, নির্যাতিত,নিপিড়ীত,মানুষের পাশে থেকে জুড়ানো ভূমিকা পালন করছেন তাদের মধ্যে থেকে ৪জনকে সাহসী সম্মেননা প্রধান করেন।
শ্রী জগদীশ দাস,সাবেক সাধারণ সম্পাদক টি এস এস মৌলভীবাজার জেলা শাখা,পবলু দত্ত,সাধারণ সম্পাদক টি এস এস মৌলভীবাজার জেলা শাখা,গোবিন্দ মল্লিক, সহ সাধারণ সম্পাদক, টি এস এস মৌলভীবাজার জেলা শাখা,স্বরূপানন্দ রায় স্বরূপ,সাংগঠনিক সম্পাদক(ভারপ্রাপ্ত) টি এস এস মৌলভীবাজার জেলা শাখা।
সনাতনী সমাজেকে এগিয়ে নেওয়ার লক্ষে মানবতার সেবায় সনাতনী চেতনায় কাজ করার প্রতিশ্রুতি করেন ।