- যীশু সেন, বিশেষ প্রতিনিধি : বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলাদেশ করতে হবে, শোক হোক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার শক্তি। ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্নকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে পূর্ণ গঠনের কাজ শুরু করেছিলেন সে সময় তাঁকে হত্যা করে বাংলাদেশকে বিপর্যযের মুখে ঠেলে দিয়েছিল ঘাতকেরা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধ। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশ্বের বুকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’ রাউজান প্রেসক্লাবের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের সভায় বক্তারা উপরোক্ত একথা বলেন।গতকাল সোমবার দুপুরে রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাবেক সভাপতি প্রদীপ শীলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব সৈয়দ হোসেন কোম্পানি, সমাজ সেবক নবীদুল আলম কোম্পানি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, রাউজান সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক খোকন। বক্তব্য রাখেন রাউজান প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি এম রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক আমীর হামজা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সদস্য রতন বড়ুয়া, আবিদ মাহামুদ। এ সময় উপস্থিত ছিলেন আমিনুল হক কোম্পানি, জাবেদ কোম্পানি, মানিক কোম্পানি, যুবলীগ নেতা সাবের হোসেন, সবুজ দে ভানু, শ্রমিক নেতা জালাল উদ্দিন চুনচুন, কানু নাথ, ইখতিয়ার উদ্দিন মেম্বার, গণমাধ্যম কর্মী নাকিব সিদ্দিকী, জেলা ছাত্রলীগ নেতা মো. আরফাত, উপজেলা ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, তানভীর চৌধুরী, ইকবাল হোসেন, তারেক চৌধুরী, মোহাম্মদ তায়সন, অনন্ত প্রয়ল চাকমা প্রমূখ।
Don`t copy text!