ময়মনসিংহের নান্দাইলে জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অব: আব্দুল সালাম (আরসিডিএসপিএসসি) ও সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহানের নেতৃত্বে মঙ্গলবার (১৫ আগস্ট) এক বিশাল শোক র্যালী অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আর্দশ কলেজ মাঠ প্রাঙ্গন থেকে ১৩টি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে আগত কয়েক হাজার মহিলা-পুরুষ সহ দলীয় নেতৃবন্দদের নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে এসে র্যালীটি শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মেজর জেনারেল অব: আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক চৌধুরী স্বপন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম সরকার, চন্ডীপাশা ইউপি সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এমদাদুল হক ভূইঁয়া, আচারগাঁও ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম রেনু, আওয়ামীলীগ নেতা নাজিমুল্লাহ লিটন, মোশফিকুর রহমান, মহিলা আওয়ামীলীগের আহবায়ক তামান্না আক্তার, যুবলীগ নেতা আবু নাঈম ভূইঁয়া ফারুক সহ প্রমুখ।