পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজে শোকের মাসে বিদায় অনুষ্ঠানের নামে নাচ গানের আয়োজন করা হয়েছে। হিন্দি গানের তালে এইচএসসি পরীক্ষার্থীদের নাচের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। এঘটনায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।আ
১৩.০৮.২৩ইং তারিখ রোজ রবিবার বেলা ১১টার দিকে ওই কলেজের ওয়াহেদ তালুকদার অডিটোরিয়ামে এইচএসসির ২৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।ক
কলেজ সূত্রে জানা যায়, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গভনিং বডির সভাপতির অনুমতি না নিয়েই শোকের মাসে জমজমাট অনুষ্ঠানের আয়োজন করেন। বিদায় অনুষ্ঠানের আলোচনা সভা ও দোয়া মিলাদের পর নাচগানের শুরু হয়।
ছাত্র-ছাত্রীরা সাদা গেঞ্জি পরে হিন্দি গানের তালে অশ্লীল অঙ্গ-ভঙ্গিতে নাচতে শুরু করেন। এসময় অডিটোরিয়ামে রঙিন আলোক সজ্জাও ছিল।
শোকের মাসে এমন নাচের ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের একাধিক শিক্ষক বলেন, শোকের মাস চলছে। জাতীয় শোক দিবসের আর মাত্র একদিন বাকি। সেখানে বিদায় অনুষ্ঠানের নামে এমন বেহায়া নাচ গানের আয়োজন করা উচিত হয়নি।ভা
ভারপ্রাপ্ত অধ্যক্ষ কারো সাথে কোনো রকম আলোচনা ছাড়াই এমন অনুষ্ঠানের আয়োজন করতে পারে না। যা অত্যন্ত দৃষ্টিকটু। এমন ঘটনার তদন্ত সাপেক্ষে শাস্তিমুলক ব্যবস্থার দাবিও জানান একাধিক কলেজ শিক্ষক।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম। তিনি বলেন, আমি কলেজের কাজে বাহিরে ছিলাম। শিক্ষার্থীরা নিজেরা এমন আয়োজন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে কলেজের গভর্নিং বডির সভাপতি ও বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার তালুকদার বলেন, বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এ বিষয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাকে কিছু জানায় নি।
শোকের মাসে বিদায় অনুষ্ঠানের নামে এমন ঘটনা কাম্য নয়। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বশির গাজী বলেন, এটা ঠিক হয়নি। অব্যশই এবিষয়ে আমরা আইন গত সঠিক ব্যবস্থা নিবো।