কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর-মিরারচর বাসস্ট্যান্ড এর নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে মাইকে ঘোষণা দিয়ে আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পড়ে। এ সময় বেশ কিছু বাড়ি- ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করা হয়। এতে অর্ধশতাধিক লোক আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টার প্রচেষ্টায় গ্রামবাসীর এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেতে সক্ষম হয়।
গুরুতর আহতদের মধ্যে মোস্তাকিম (২৭) কে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ও মহিউদ্দিন (২৫) কে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুলাই সড়ক ও জনপথ বিভাগ ক্যান্টিলিভার সাইনবোর্ডে আকবরনগর বাসস্ট্যান্ড লেখার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসির মাঝে আবারও উত্তেজনা দেখা দিলে এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের লোকজন। এতে উভয় গ্রামের কয়েকজন লোক আহত হওয়াসহ ২০ টি দোকান ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। এই ঘটনায় গত দুইদিন ধরে দুই গ্রামের লোকজনের মাঝে উত্তেজনার চলাকালে আজ শনিবার ১২ আগস্ট সকাল সাড়ে ৭ টার দিকে এলাকার মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।