খুলনার দাকোপের লাউডোব খুটাখালী নতুন বাজার কৃষিভিত্তিক কোম্পানি সিনজেনটা মেঘা এন্টার প্রাইজ পরিবেশকের উদ্যোগে রিটেইলারদের নিয়ে পরিচিতি সভা আজ ১২ আগস্ট শনিবার সকাল ১০টারদিকে লাউডোব খুটাখালী নতুন বাজার দাকোপ উপজেলা সিনজেনটার পরিবেশক শ্যামল কুমার রায়েের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিনজেটা দাকোপেরপরিবেশকশ্যামল কুমার রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে বক্তৃতা করেন,সিনজেনটারসাউথ জোনাল সেলস ম্যানেজার আসাদুজ্জামান মাসুদ।বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন রিজিউনাল ম্যানেজার যশোর দেবাশীষ মদক,খুলনা টেররিটোরি অফিসার( সিপি)মোঃআশিক হামজা,সিনিয় টেরিটোরি অফিসার যশোর শাকিল মাহমুদ,সিনিয়র টেরিটোরি অফিসার কেএম বদিউজ্জামান, মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সহ সম্পাদক স্বপন কুমার রায়,সাংবাদিক তুষার দাস,নৃপেন্দ্র রায়,কোরবান আলী ডাঃমিজানুর রহমান প্রমুখঃ এ সময় ২৩ জন রিটেইলার উপস্হিত ছিলেনসিনজেনটা এজি সুইজারল্যান্ডের বাসেল ভিত্তিক একটি কৃষি রসায়ন সংস্হা বিশ্বের অন্যতম শীর্ষস্হানীয় কৃষিরসায়ন সংস্হা। ২০০০ সালে নোভাটিস এগ্রো বিজনেস এবং আ্যাস্ট্রা জেনেকাএগ্রোকেমি-ক্যালস এক হয়ে সিনজেনটা প্রতিষ্ঠিতহয়।সিনজেনটাবাংলাদেশেরইতিহাসেরদিকেতাকালেদে
খাযাবে,বাংলাদেশেরবাধীনতারপর১৯৭৩ সালে সিবাগেইগিবাংলাদেশেতাদেরকর্মকার্যশুরুকরেযা১৯৭০সালেসিবাপরবর্তীতেসিবাগেইগিসানডোজের সাথে একীভূত হয়ে ১৯৯৬ সালে নোভার্টিস হিসাবে প্রতিষ্ঠা লাভ করে।
এরচারবছরপর২০০০সালেনোভার্টিসএগ্রোবিজনেসএবংআ্যাস্ট্রাজেনেকা এবং গেইগি একীভূত হওয়ার মধ্যমে সিনজেনটা প্রতিষ্ঠিত হয়বাংলাদেশের কৃষিপণ্য এবং কৃষি-সমস্যা সমাধানের কথা আসলেই সিনজেনটাবাংলাদেশের নাম সবারআগে চলে আসে।নিরাপদ ও টেকসই কৃষিকাজে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বব্যাপী খ্যাতিমান কৃষিভিত্তিক কোম্পানি সিনজেনটা বাংলাদেশ লিমিটেড রেটাইলারদের সাথে পরিচিতি সভার আয়োজন করেছে।
বাংলাদেশেকার্যক্রম শুরুর পর থেকে সিনজেটা বাংলাদেশ ক্রমবর্ধমান জনসংখ্যার উর্ধ্বমূখি চাহিদা মেটাতে টেকসই ব্যবস্হা গ্রহণ করে চলেছে।
শশ্য উৎপাদনে সহায়তা করার জন্যসিনজেনটা বাংলাদেশ সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।ক্ষুদ্রচাষীদের ফসলের ফলন উৎপাদন ও গুনগতমান বাড়ানোর জন্য উচ্চমানের বীজ,রোপন প্রযুক্তি এবং ফসল রক্ষা বিষয়ক সমাধান আনার মাধ্যমে চাষীদের জন্য বিভিন্ন উপযোগী অফার প্রতিনিয়ত দিয়ে আসছে।এ ছাড়া সিনজেনটা কীটনাশকের নিরাপদ প্রয়োগের কথা বিবেচনা রেখে বেশ কিছু প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করে থাকে।