শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

বৈশাখী ফোক লাইভে আসছেন সুমি শবনম ও তিমির নন্দী

বিনোদন প্রতিবেদক / ১৮৮ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ৩:৩৮ অপরাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে বৈশাখী টিভি ফোক লাইভে অংশ নেবেন প্রখ্যাত কণ্ঠশিল্পী তিমির নন্দী ও লালন শিল্পী সুমি শবনম। ১১ আগস্ট রাত ৯টা ৩০ মিনিটে সরাসরি পারফর্ম করবেন এই গুণী দুই শিল্পী। আইনুন পুতুলের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন লিটু সোলায়মান। প্যানেল প্রযোজক মামুন আবদুল্লাহ ও রবিউল হাসান প্রধান।

তিমির নন্দী ও সুমি শবনম বলেন, আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা এখনো তিনি আমাদের গাইবার শক্তি দিয়েছেন। দর্শকদের কথা মাথায় রেখে তাদের ভালো লাগা কিছু গান গাইব বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান বৈশাখী ফোক অনুষ্ঠানে। থাকবে বঙ্গবন্ধুকে নিয়ে বেশ কয়েকটি গান। গানগুলো দর্শকদের ভালো লাগবে বলে আমাদের বিশ্বাস। গানগুলো তাদের ভালো লাগলেই আমরা স্বার্থক।

প্রখ্যাত কণ্ঠশিল্পী তিমির নন্দীর সঙ্গে পারফর্ম করা নিয়ে সুমি শবনম বলেন, এ আমার পরম পাওয়া, সে অনুভূতি বলে বোঝানো যাবেনা। দাদার সাথে গান গাইতে পারাটা ভাগ্যের ব্যাপার। ২০২২ এর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার জরিপে ‘ভাল্লাগে’ গানটা চুড়ান্ত মনোনয়ন পেয়েছে সুমীর। সে আলোচিত এই শিল্পীর বৃহস্পতি এখন তুঙ্গে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকের শক্ত অবস্থানে এসে দাঁড়িয়েছেন তিনি।

সুমীর জন্ম মেহেরপুর জেলার গাংনী থানার মহেশপুর গ্রামে। গান করেন ছোট বেলা থেকেই। বাবা গান করতেন,বড় তিন ভাই এখনো গানের সাথে জড়িত। আমার গানের হাতেখড়ি মূলত তাদের কাছ থেকেই। এরপর ওস্তাদ রতন সরকার,শেখ জসিম, এবং অসিত কুমার মন্ডলের কাছে গানের তালিম নেন।

সুমী বলেন, আমার প্রথম এলবাম চশমা ‘কিনে দে’। মিল্টন খন্দকারের লেখা এবং সুরে বাজারে আসে ২০০১ সালে। তারপর মোহাম্মদ রফিকউজ্জামান-এর লেখা আলি আকবর রূপু র সুর ও সংগীতে ‘দেহ যন্তর টেলিফোন’ নামে ইত্যাদি অনুষ্ঠানে গান করি। এরপরই সবাই সুমী শবনমকে চিনতে শুরু করে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি আমাকে। এগিয়ে গেছি দর্শকদের ভালোবাসা নিয়ে। এরপর দুটো লালনের এ্যালবাম করেছিলাম সংগীতার ব্যানারে। সাউন্ডটেকের ব্যানারেও আরো দুই এ্যালবাম বাজারে আসে।

প্রথম সিনেমাতে প্লেব্যাক পরিচালক এ টি এম সামসুজ্জামানের ইবাদত সিনেমায়। ,কথা কবির বকুল,সুর এবং সংগীত আলম খান । এরপর আলাইদ্দিন আলী থেকে শুরু করে অনেকের সুরেই সিনেমাতে প্লেব্যাক করি। তবে পরিচালক হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’ ছবির কথা ভুলব না। মন্জুর এহসান চৌধুরীর কথায়, বাপ্পা মজুমদারের সুর এবং সংগীতে ‘তবু আবার ঘর বাঁধিলাম…’ গানটা ভীষণভাবে আলোচিত হয়।

একুশে টেলিভিশনের ‘ললিতা’ সিরিয়ালের টাইটেল সংটিও ছিল সবার মুখে মুখে। জুয়েল মাহমুদ-এর কথা এবং ফরিদ আহমেদের সুর এবং সংগীতে এ গানটি আমার ভালো রাগা একটি গান। এরপর দীর্ঘ বিরতির পর ‘ভাল্লাগে’ শিরোনামে গান নিয়ে ফিরে আসেন সুমী শবনম। তার ফিরে আসাটা নানা কারণেই তাকে আরো আলোচিত করেছে কারণ এই ‘ভাল্লাগে’ গানটিই মেরিল প্রথম আলো পুরস্কারে চূড়ান্ত মনোয়ন পেয়েছে।

এরপর এই ভাল্লাগে গানের গীতিকার ও সুরকার আকরাম হোসেনের লেখা সজীব দাসের সংগীতে সুমী শবনমের আইলসা লাগে উড়া পাখি, মঙ্গল গ্রহে পলাইয়া যাই প্রকাশিত গানগুলো দারুণভাবে লুফে নিচ্ছে তাবত দর্শক। তারপর কুসংস্কার, তোয়ার লাইসহ আরো অনেক গান গেয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন সুমী শবনম। নিজের স্বপ্নের কথা জানতে চাইলে সুমী শবনম বলেন, আমি স্বপ্ন খুব একটা দেখিনা। শুধু সামনের দিকে এগিয়ে যেতে চাই।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!