কিশোরগঞ্জ হাওর নিকলী- অষ্টগ্রাম- মিঠামইনে ঘুরতে গিয়ে রাতের অন্ধকারে মেঘনা নদীতে পথ হারিয়ে ফেলেন শতাধিক পর্যটকবাহী একটি নৌকা। পরে ৯৯৯-এ কল দিলে কিশোরগঞ্জ অঞ্চলের ঘটনাস্থলে গিয়ে নৌকার শতাধিক যাত্রীকে উদ্ধার করছে।
শনিবার (৫ আগষ্ট) রাত সাড়ে ১০ টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করে নৌ-পুলিশ।
নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর ভূইয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, ৯৯৯-এ কল পাওয়ার পর দ্রুত আমাদের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে পাটুলিঘাটে পৌঁছে দিয়েছি। নৌকায় শতাধিক পর্যটক ছিল। তাদের কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
জানা যায়, শনিবার ৫ আগষ্ট সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেলিহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে ওই এলাকার ১ শত ৭ জন পুরুষ মিলে কিশোরগঞ্জ হাওর ঘুরতে যান। পরে সারাদিন হাওর ভ্রমণ শেষে অষ্টগ্রাম থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে বাজিতপুরের পাটুলিঘাটে ফেরার পথে রাতের অন্ধকারে মেঘনা নদীতে পথ হারিয়ে ফেলে। পরে নৌকার যাত্রীরা ৯৯৯-এ ফোন দিলে নৌ-পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের সদস্যরা গিয়ে বাজিতপুর উপজেলার আইনালঘোফ এলাকা থেকে তাদের উদ্ধার করেন।