উত্তম চক্রবর্তী মণিরামপুর। যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে কাগজপত্রবিহীন সহ ১৫ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাজারের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন যশোর ট্রাফিক পুলিশ। যশোর ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুজন গয়ালী’র নেতৃত্বে ট্রাফিক পুলিশের (এ টিএস আই) মোঃ ফারুক আজম সহ কনস্টেবল বিপ্লব চক্রবর্তী এই অভিযানে অংশ নেয়। মোটরসাইকেল জনিত দুর্ঘটনারোধে হেলমেট ব্যবহারে সচেতনতামূলক প্রচারণা ও একই বাইকে তিনজন উঠা বন্ধে এ অভিযান শুরু হয়েছে। সব ধরনের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন যশোর ট্রাফিক পুলিশ সদস্যরা। জব্দ কৃত মোটরসাইকেল রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়েছে। সার্জেন্ট সুজন গয়ালী বলেন, আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করছি আইন শৃঙ্খলা রক্ষার্থে। অনেকেই মোটরসাইকেল চালাচ্ছেন ঠিকই কিন্ত নিজেকে সুরক্ষা দিতে হেলমেট মাথায় পরছেন না, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকায়। আমরা এ অভিযান পরিচালনা করে যাচ্ছি।